২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণ, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে আগামী তিন বছরে ২০ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন, ১৭ হাজার ৫শ হেক্টর জমিতে অংশীদারিত্বমূলক ব্লক বাগান এবং তিন হাজার ৬শ কিলোমিটার জমিতে স্ট্রিপ বাগান সৃজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।
জীববৈচিত্র সংরক্ষণে ২৫টি সংরক্ষিত এলাকায় সহ-ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, স্বল্প কার্বন নিঃসরণযোগ্য উন্নয়ন ও এনার্জি ইফিশিয়েন্ট ডেভেলপমেন্টের জন্য একটি কর্মকৌশল প্রণয়নের পরিকল্পনাও আমাদের হাতে রয়েছে।
বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার একাদশ বাজেট পেশ।
জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
এর আগে, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এমইউএম/এসএনএস