ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

এক-দুই মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদ পুনর্মূল্যায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুন ২, ২০১৭
এক-দুই মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদ পুনর্মূল্যায়ন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত- ছবি- শাকিল

ঢাকা: আগামী এক কিংবা দুই মাস পর সঞ্চয়পত্রের সুদের হার রিনিউ (পুনর্মূল্যায়ন) করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 

শুক্রবার (০২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ‍এর আগে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী।

 

বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, মার্টেক রেটের সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হারের দূরত্ব দূর করতে এখন থেকে বছরে একবার সঞ্চয়পত্রের সুদের হার পুনর্মূল্যায়ন করা হবে। এটা আগামী দুই-এক মাসেই করা হবে।

মোবাইল ব্যাংকিংয়ে প্রণোদনা দেওয়া হবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তবে মোবাইল ব্যাংকিংয়ে রেমিট্যান্স পাঠানোর চার্জ না নেওয়ার কথা ভাবা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা বছর ধরে আমি বাজেট প্রস্তুত করেছি। তাই আমার কাছে এ বাজেটের কোনো দুর্বল দিক নেই।
 
সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান উপিস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এমএফআই/এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।