বুধবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় বাজেট প্রতিক্রিয়া ২০১৭-১৮’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আইবিএফবি’র সভাপতি ও রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, প্রস্তাবিত বাজেটে ভ্যাট আইনে ১৫ শতাংশ ভ্যাট রাখা হয়েছে।
তার কারণ সম্পকে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভ্যাটের গড় হার ১৩ দশমিক ৫ শতাংশ। এশিয়ার নিন্ম আয়ের দেশগুলো ১১ দশমিক ৮ শতাংশ। এছাড়াও ১৯০টি দেশের গড় ভ্যাটের হার ১৩ দশমিক ৮ শতাংশ। যা আমাদের প্রস্তাবিত ভ্যাট থেকে কম।
তিনি দাবি জানিয়ে বলেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে মিল রেখে ৩ শতাংশ ভ্যাট কমিয়ে ১২ শতাংশ রাখতে হবে। আর এ কারণে সরকারের রাজস্ব আহরাণে যে ২৪ হাজার কোটি টাকার ঘাটতিতে পড়বে তা সমন্বয়ের জন্য বিড়ি, সিগারেট, ব্যাংক, বিমা ও মোবাইল কোম্পানির ওপর আরও করের হার বাড়ানোর প্রস্তাব করছি।
এ সময় উপস্থিত ছিলেন- আইবিএফবি’র পরিচালক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়রম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সৈয়দ মুস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
এমএফআই/জিপি