ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

তৈরি পোশাক শিল্পের কর বাড়বে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুন ৭, ২০১৮
তৈরি পোশাক শিল্পের কর বাড়বে

ঢাকা: তৈরি পোশাক উৎপাদন ও রফতানিতে করহার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (০৭ জুন) বেলা পৌনে ১টার দিকে জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

মুহিত বলেন, তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি ও ব্যবসায়ে সহায়তা এবং ব্যবসায় পরিচালনা সহজীকরণ করা হবে।

তাই তৈরি পোশাক শিল্প অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তৈরি পোশাক খাতের গুরুত্ব বিবেচনা করে এ খাতকে বিশেষ কর সুবিধা দেওয়া হয়।

আগামী অর্থবছরের বাজেটে তৈরি পোশাক উৎপাদন ও রফতানিতে নিয়োজিত করদাতার করহার ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানি হলে করহার ১২.৫ শতাংশ এবং সবুজ কারখনার সনদ থাকলে ১২ শতাংশ নির্ধারণের প্রস্তাব কর‍া হয়েছে।

চলতি অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।  বিগত বছরের চেয়ে ৬৪ হাজার ৩০৭ কোটি টাকা বেশি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।