ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

ই-কমার্সকে পুনঃসংজ্ঞায়ন ও মূসক অব্যাহতির সুপারিশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জুন ৯, ২০১৮
ই-কমার্সকে পুনঃসংজ্ঞায়ন ও মূসক অব্যাহতির সুপারিশ  ই-ক্যাবের বাজেট প্রতিক্রিয়া

ঢাকা:  প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে ই-কমার্সকে পুনরায় সংজ্ঞায়িত করা এবং এই খাতে চলমান আরোপ করা মূসক অব্যাহতির সুপারিশ করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

শনিবার (৯ জুন) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ই-ক্যাব আয়োজিত ‘২০১৮-১৯ অর্থবছরের জন্য ঘোষিত বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ সুপারিশ জানানো হয়।  

সংবাদ সম্মেলনে ই-ক্যাবের নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে ই-কমার্সের মধ্যে ভার্চুয়াল বিজনেস ও অনলাইন পণ্য বিক্রির বিষয় দুটিকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

সেখানে ভার্চুয়াল বিজনেসকে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য কেনাবেচাকে বোঝানো হয়েছে। আর এক্ষেত্রে ৫ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। আর অনলাইনে পণ্য বিক্রি বলতে ওইসব প্রতিষ্ঠান বোঝায় যাদের নির্দিষ্ট কোনো বিক্রয়কেন্দ্র নেই। অনলাইনেই তাদের ব্যবসা পরিচালিত হয়।  

বাজেটে প্রণিত এই আলাদা আলাদা সংজ্ঞার বিপরীতে ই-ক্যাব প্রস্তাবিত সমন্বিত সংজ্ঞাটি হলো- যাদের নিজস্ব কোনো বিক্রয়কেন্দ্র নেই এবং ইলেক্ট্রনিক্স নেটওয়ার্কের মাধ্যমে বেচাকেনা ও আর্থিক লেনদেনের জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’ পদ্ধতি ব্যবহার করে এবং যাদের নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকেও অনলাইনে ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেন করে তারা বা ওই প্রতিষ্ঠান ই-কমার্সের অন্তর্গত থাকবে।  

ই-কমার্সকে আরও বিকশিত করতে দীর্ঘমেয়াদী মূসক থেকে অব্যাহতি দিতে হবে উল্লেখ করে ই-ক্যাবের নেতারা আরও বলেন, এদেশে অনলাইন ব্যবসার প্রসার যতটুকু হয়েছে তার জন্য সরকারের সহায়তাই বেশি। এই খাতটিকে জনপ্রিয় করতে ব্যবসায়ীদের উৎসাহ দিতে দীর্ঘমেয়াদী বা কমপক্ষে আগামী ১০ বছর ই-কমার্সের উপর মূসক সম্পূর্ণরুপে অব্যাহতি দিতে হবে। কেননা এখনও অনলাইনে ব্যবসা শুধু শহরকেন্দ্রিক হয়ে আছে। এটাকে দেশব্যাপী ছড়িয়ে না দিলে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাছাড়া বেকারত্ব দূরীকরণে অবদান রাখা এই খাতে বেশিরভাগ ব্যবসায়ীরা অল্প পুঁজি নিয়ে ব্যবসায় আসেন। তাদের উপরে এই পরিমাণ কর আরোপ করায় তারা অনুৎসাহিত হচ্ছে।  

ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, সহ-সভাপতি রেজওয়ানুল হক, অর্থ-সম্পাদক মো. আব্দুল হক, যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার নিশা, আশিক চক্রবর্তীসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
এমএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।