ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বৈষম্য বাড়ানোর বাজেট: রেজা কিবরিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
বৈষম্য বাড়ানোর বাজেট: রেজা কিবরিয়া রেজা কিবরিয়া (ফাইল ফটো)

ঢাকা: জনগণের বাজেট নয়, এটা বৈষম্য বাড়ানোর বাজেট বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশের পর বাংলানিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।

এবছর রাজস্ব আদায়ে ঘাটতি ছিল। আগামী বছর আরও বড় ঘাটতি হবে। এ ঘাটতি তারা পূরণ করবে ব্যাংকিং খাত ও জনগণের কাছে সঞ্চয়পত্র বিক্রি করে। এতে ভবিষ্যতে একটা বড় বিপদ আসবে।  

দেশের পুরো অর্থনীতি হুমকির সম্মুখিন উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে ধসের সম্ভাবনার কথা যে সবাই বলছে- এই জিনিসটা যে সরকার বুঝেছে, বাজেটে তার কোনো লক্ষণ নেই।

দলীয়ভাবে বাজেট বিশ্লেষণ করে শনিবার (১৫ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানান রেজা কিবরিয়া।

গতানুগতিক বাজেট, এ দিয়ে পরিবর্তন আসবে না

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বাজেট প্রতিক্রিয়ায় বাংলানিউজকে বলেন, গতানুগতিকভাবে যে পন্থায় বাজেট পেশ করা হয়, একই পন্থায় পেশ করা হয়েছে। এটা দিয়ে আর্থ-সামাজিক ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

উন্নয়ন বাজেটের অধিকাংশ অর্থই লুট হয় উল্লেখ করে রতন বলেন, এ ধরনের রাষ্ট্র ব্যবস্থাপণায় বাজেট কার্যকর হয় না।  

রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাজেট উত্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, নিন্মবিত্ত, গরীব, বিধবা অসচ্ছল বৃদ্ধ যারা অন্যের ঘরে কাজও করতে পারে না, আবার নিজের ঘরে খাবারও থাকে না, এদের জন্য একটা রেশনিং ব্যবস্থা চালু করা উচিত। এছাড়া তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা ফ্রি হওয়া উচিত।

মোবাইল ফোনের কলরেটে কর বাড়ানোর বিষয়ে রতন বলেন, এগুলোরতো অবশ্যই বিরোধীতা আছে, এটা আমরা সমর্থন করি না। এটা দিয়ে আসলে যোগাযোগ মাধ্যমকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বাংলানিউজকে বলেন, সবার মতো তাৎক্ষণিকভাবে আমরা কোনো প্রতিক্রিয়া দেবো না। বাজেট পুরোটা পড়ে বুঝে বিবৃতির মাধ্যমে প্রতিক্রিয়া জানাবো।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
এমএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।