বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের বাজেট পেশকালে এ কথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ঋণের স্থিতি-জিডিপির অনুপাত এখনও কম (৩৩ শতাংশ)।
অর্থমন্ত্রী আরও জানান, করোনা সংকটের শুরু থেকেই সরকার সতর্ক অবস্থানে রয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা প্রদান, কর্ম সুরক্ষা ও সফল অর্থনৈতিক উত্তরণের উদ্দেশ্যে সরকার নানা অর্থনৈতিক উদ্যোগ নিয়েছে। সরকারি উদ্যোগে মূলত ৪ ধরনের কর্মকাণ্ড রয়েছে, যা অবিলম্বে, স্বল্প মেয়াদে ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
টিআর/এইচজে