ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

শিল্প-সংস্কৃতিতে বরাদ্দ পৌনে ৬০০ কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ১১, ২০২০
শিল্প-সংস্কৃতিতে বরাদ্দ পৌনে ৬০০ কোটি টাকা

ঢাকা: ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিল্প-সংস্কৃতির উন্নয়নে ৫৭৯ কোটি টাকা বরাদ্দ রেখে প্রস্তাব করা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতের বরাদ্দ ছিল ৫৭৬ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এ অংক ৭৫ কোটি টাকা কমে দাঁড়ায় ৫০১ কোটি টাকায়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শিল্প-সংস্কৃতি খাতের এবারের প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বাংলানিউজকে বলেন, এবারের প্রেক্ষাপট একেবারেই অন্যরকম। আমাদের সবসময়ের দাবি ছিল সংস্কৃতিখাতের বাজেট জাতীয় বাজেটের ১ শতাংশ হোক। সেই দাবিটি এখনও আছে। তবে এবারের পরিস্থিতি বিবেচনায় শুধু এটুকু বলতে হয় সংস্কৃতি খাতের বাজেট আরেকটু বাড়ানো যেত।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ১১, ২০২০
ডিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।