ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্যারিয়ার

পৌনে ২ লাখের বেশি বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি 

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
পৌনে ২ লাখের বেশি বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি  প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: গ্র্যান্টস অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার।  

পদ সংখ্যা: ১।  

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং, বিজনেস বা ফাইন্যান্সে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএ সিসি (অ্যাপ্লিকেশন লেভেল) সনদ থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় ফাইন্যান্স অ্যান্ড গ্র্যান্ট ম্যানেজমেন্টে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  

এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। বেসরকারি সংস্থা বা প্রাইভেট সেক্টরে ম্যানেজমেন্ট সাপোর্টিং/মনিটরিং/ক্যাপাসিটি বিল্ডিংয়ে অভিজ্ঞ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাভ ৫৬ হাজার ৯৭২ থেকে ১ লাখ ৭৬ হাজার ৫৭২ টাকা। বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্য বিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।