ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

ক্যারিয়ার

কিশোরগঞ্জে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
কিশোরগঞ্জে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

কিশোরগঞ্জ: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে কিশোরগঞ্জ জেলায় নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।  

বুধবার (২২ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ডিসেম্বর ২০২২ খ্রি. এর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট আগামী ২৬-২৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি., লিখিত পরীক্ষা ০৬ মার্চ, ২০২৩ খ্রি. এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১৫ মার্চ, ২০২৩ খ্রি. তারিখ নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত আগের নির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট আগামী ০৪-০৬ মার্চ, ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ, ২০২৩ খ্রি.। এছাড়া মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আগামী ১৯ মার্চ, ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হবে।  

উল্লেখিত নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের উপস্থিত হয়ে পরীক্ষাতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।