ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্যারিয়ার

বিদেশি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৯৭ হাজার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বিদেশি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৯৭ হাজার প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের বাইরের প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট, এসআরএইচআর।  
পদের সংখ্যা: ১।  

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।  

এমপিএইচে যেকোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসআরএইচআর প্রকল্পে অন্তত ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  

এর মধ্যে এক বছর হিউম্যানিটারিয়ান রেসপন্স বা রোহিঙ্গা রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তাবয়ন, মনিটরিং, সুপারভিশনসহ নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রত্যন্ত এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ৯৭,৭৩০ টাকা।  

এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, ছুটি, গোষ্ঠীবিমা ও বছরে একবার মেডিকেল চেকআপের সুবিধা আছে।

যেভাবে আবেদন : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ৪ মার্চ ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭১৩, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।