ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্যারিয়ার

নতুন বেসরকারি ব্যাংকে বিশাল নিয়োগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জুন ৬, ২০২৩
নতুন বেসরকারি ব্যাংকে বিশাল নিয়োগ

ঢাকা: বেসরকারি নতুন ব্যাংক সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড অব ব্রাঞ্চ (এভিপি-এসভিপি)। পদসংখ্যা: উল্লেখ নেই। আবেদন যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংকে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হেড অব ব্রাঞ্চ হিসেবে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বয়স: সর্বোচ্চ ৫০ বছর।  কর্মস্থল: উত্তরা, ধানমন্ডি, চট্টগ্রাম ও গ্রামীণ এলাকার শাখা। বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

পদের নাম: ম্যানেজার অপারেশনস (ইও-এভিপি)। পদসংখ্যা: উল্লেখ নেই। আবেদন যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংকে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অপারেশন ম্যানেজার হিসেবে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বয়স: সর্বোচ্চ ৪২ বছর। কর্মস্থল: উত্তরা, ধানমন্ডি, চট্টগ্রাম ও গ্রামীণ এলাকার শাখা। বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

পদের নাম: হেড অব এসএমই (এভিপি-এসভিপি)। পদসংখ্যা: উল্লেখ নেই। যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংকে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসএমই ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ওয়াইড নেটওয়ার্ক অব এসএমই ক্লায়েন্টে পেশাগত প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বয়স: সর্বোচ্চ ৫০ বছর। বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

পদের নাম: হেড অব রিটেইল ব্যাংকিং (এভিপি-ভিপি)। পদসংখ্যা: উল্লেখ নেই। যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংকে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিটেইল ব্যাংকিং সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ১৮ জুন ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।