ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্যারিয়ার

সরকারি সংস্থায় একাধিক পদে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
সরকারি সংস্থায় একাধিক পদে চাকরি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘পাথওয়েস টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

•    ১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (লাইভলিহুড-অ্যাগ্রিকালচার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় অ্যাগ্রিকালচার (ক্রপ সেক্টর) ইন লাইভলিহুড–সংক্রান্ত প্রকল্পে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় রিপোর্ট রাইটিংয়ে দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট/প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মনিটরিং ও ইভ্যালুয়েশনে ভালো জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,০৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

•    ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (লাইভলিহুড-লাইভস্টক)
পদসংখ্যা: ১
যোগ্যতা: কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিমেল হাজবেনডারি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় লাইভস্টক ইন লাইভলিহুড–সংক্রান্ত প্রকল্পে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় রিপোর্ট রাইটিংয়ে দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট/প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মনিটরিং ও ইভ্যালুয়েশনে ভালো জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,০৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

•    ৩. পদের নাম: এমআইএস অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/এমআইএস/সিএসই/ডেটা সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডেটা ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যারভিত্তিক ইনফরমেশন সিস্টেমে প্রশিক্ষণ থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইন্টিগ্রেটেড ইনফরমেশন সিস্টেমে বিস্তর জানাশোনা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় রিপোর্ট রাইটিংয়ে দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়ণযোগ্য)
কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ৮২,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।