ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্যারিয়ার

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে চাকরি

ক্যারিয়ার ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে চাকরি

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে স্থায়ী প্রদর্শক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

 

পদের নাম: প্রদর্শক (গণিত)

পদসংখ্যা:

যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে বিএসসি ডিগ্রি (গণিতসহ)। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভার্সনে পাঠদানে সক্ষমতা থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। এ ছাড়া সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, সন্তোষজনক চাকরির ভিত্তিতে ইনসেনটিভ এবং কলেজের ভালো ফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্রবিশেষে উৎসাহ ভাতা প্রদান করা হতে পারে।  

চাকরি স্থায়ী হলে কলেজের বিধি মোতাবেক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি–সুবিধা প্রদান করা হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা এক কপি রঙিন ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন ফি: যেকোনো শিডিউল ব্যাংক থেকে ৮০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।  

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট।

আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর, ২০২৩।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।