ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডের নিয়োগ পরীক্ষায় পাস করেনি কেউ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডের নিয়োগ পরীক্ষায় পাস করেনি কেউ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষায় কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। প্রিলিমিনারি পরীক্ষায় যে কার্ট মাকর্স নির্ধারণ করা হয়েছিল, সেই নম্বর কেউ পাননি।

তাই নিয়োগটি বাতিল করা হয়েছে। এ পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেবে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) হুসনে আরা শিখা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকে প্রতিটি পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার আগে একটা নির্দিষ্ট কার্ট মার্কস নির্ধারণ করা হয়। যে নম্বর পেলে প্রার্থীরা পাস করেছেন বলে বিবেচনা করা হয়। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের প্রিলিমিনারি পরীক্ষায় যে কার্ট মাকর্স নির্ধারণ করা হয়েছিল সেই নম্বর কেউ পাননি, অর্থাৎ কেউ পাস করেননি। তাই আমরা নিয়োগটি বাতিল করেছি।

এ পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় পাঁচ হাজার প্রার্থী অংশগ্রহণ করেছিলেন বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের এই পরিচালক।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তি নং ২১/২০২১ এর সূত্রে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শূন্য পদের সংখ্যা ছিল ১৪টি।

আবেদনের যোগ্যতায় বলা হয়েছিল, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। এ পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।