ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্যারিয়ার

সাত ব্যাংকে অফিসার পদের ফল প্রকাশ, ১৭২০ জন নির্বাচিত

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, জুলাই ৮, ২০২৪
সাত ব্যাংকে অফিসার পদের ফল প্রকাশ, ১৭২০ জন নির্বাচিত

ঢাকা: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৭২০ জন নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য নির্বাচিত ১ হাজার ৭২০ জনের মধ্যে সোনালী ব্যাংকে ১৯৯ জন, জনতা ব্যাংকে ১ হাজর ৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, রূপালী ব্যাংকে ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৩৪ জন ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৪২ জন।

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে প্রার্থীদের ব্যাংক পছন্দক্রম অনুসারে এসব প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত পরবর্তী কাজ সংশ্লিষ্ট ব্যাংকগুলো করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধন প্রয়োজন হলে সেটি ব্যাংকার্স সিলেকশন কমিটি করবে।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জুলাই ০৮,  ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।