ঢাকা: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটির তিন ধরনের শূন্য পদে সামরিক ও আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা: সিকিউরিটি সুপারভাইজার, নির্ধারিত নয়।
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা সামরিক বাহিনীর সমমান।
বয়সসীমা: ৫০ বছর।
পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার, নির্ধারিত নয়।
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা সামরিক বাহিনীর সমমান।
বয়সসীমা: ৪৫ বছর।
পদের নাম ও সংখ্যা: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, নির্ধারিত নয়।
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল ও তদনিম্ন অথবা আধা সামরিক বাহিনীর সমমান।
বয়সসীমা: ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (সব ক্ষেত্রে)।
ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (১৬৭.৬৪ সেন্টিমিটার)।
বিএমআই: ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না। প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে। বাহিনীর চাকরি থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
কাজের ধরন: এয়ারলাইনসের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করা।
বেতন: সিকিউরিটি সুপারভাইজার ৩০ হাজার টাকা, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার ২৩ হাজার টাকা ও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৮ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: চিকিৎসা বিমা, সাপ্তাহিক দুদিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানির নিয়মানুযায়ী দেওয়া হবে। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবার দেওয়া হবে।
কর্মক্ষেত্র: বাংলাদেশের যেকোনো জায়গায় ও ঢাকা বিমানবন্দর।
চাকরির ধরন: পূর্ণকালীন।
আবেদন পদ্ধতি: সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের লিংক
আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪