ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

পর্তুগালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামে সাদিক আল সরকার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
পর্তুগালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামে সাদিক আল সরকার 

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সেন্টার ফর ডিপ্লোম্যাটিক অ্যাডভান্সমেন্ট আয়োজিত ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম- ২০২৪ কনফারেন্সে একমাত্র বাংলাদেশি হিসেবে যোগ দিয়েছেন প্লান অফ সাস- এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার।  

পর্তুগালের পোর্তো শহরে কনফারেন্সটি অনুাষ্ঠত হয় ২০ থেকে ২৩ ডিসেম্বর।

দ্য সেন্টার ফর ডিপ্লোম্যাটিক অ্যাডভান্সমেন্টের দ্বারা আয়োজিত ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম কাজ করে যাচ্ছে একটি প্রিমিয়াম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে। যেখানে বিভিন্ন দেশ থেকে আগত ইয়ুথদেরকে বিভিন্ন গ্রুপে একত্রিত করে নতুন উদ্ভাবন ও ভবিষ্যৎ বিশ্বের কাঠামো তৈরির জন্য পরিকল্পিত ডিজাইন করা হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেশাদার মেধাবী তরুণরা এতে অংশগ্রহণ করে, যারা ইতিমধ্যে বিভিন্ন সেক্টরে যার যার অবস্থান থেকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতের পরিবর্তনশীল বিশ্বে যুগোপযোগী কাজের মধ্য দিয়ে নেতৃত্ব প্রদান করবেন।  

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই ইভেন্টের লক্ষ্য বৈশ্বিক সমস্যাগুলির ওপর গভীরভাবে আলোচনা, পর্যালোচনা ও পরিকল্পনা করে সমাধানের পথ খুঁজে বের করা। যোগ্য নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের নেতৃত্বের সামগ্রিক ক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা ফোরামের সঙ্গে যুক্ত করা, জাতিসংঘ প্রণীত ১৭টি এসডিজি অর্জনের লক্ষ্য মাত্রা প্রসারিত করা, স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা থেকে শুরু করে নতুন নতুন সকল অভিজ্ঞতা অর্জন এবং গ্লোবাল নেটওয়ার্কিং সুযোগ তৈরি করার পাশাপাশি পরবর্তী ক্ষমতায়নে নতুন প্রজন্মকে যুক্ত করা।

এই কনফারেন্স অংশগ্রহণকারীদের নিজ দিগন্তকে প্রসারিত করতে ও ইতিবাচক পরিবর্তনের জন্য ভূমিকা রাখবে। কনফারেন্সে ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামের আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর ডিপ্লোম্যাটিক অ্যাডভান্সমেন্ট- এর নির্বাহী পরিচালক, এ. এইচ দুরানির কাছ থেকে সনদ গ্রহণ করেন প্লান অফ সাস এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।