চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ‘প্রমোটিং শেল্টার আপগ্রেডেশন অ্যান্ড কমিউনিটি বিল্ডিং ফর রোহিঙ্গা রিফিউজিস অন ভাসানচর অ্যান্ড কক্সবাজার ডিস্ট্রিক্ট’ প্রকল্পে ফ্যাশন/ক্র্যাফট ডিজাইনার (প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট) পদে কর্মী নিয়োগ দেবে।
পদের নাম: ফ্যাশন/ক্র্যাফট ডিজাইনার (প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রোডাক্ট ডিজাইন, ক্র্যাফটস, আর্ট অ্যান্ড ডিজাইন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্র্যাফট–বেজড প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ও মোথোডলজি বিষয়ে দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬১,৭২৩ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মাসিক বোনাস, যোগাযোগ ও ভ্রমণ ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করা যাবে। এ ছাড়া [email protected] এই ঠিকানায় কভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৫।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআই