ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

১৩ নভেম্বর শুরু হচ্ছে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
১৩ নভেম্বর শুরু হচ্ছে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০১৬।

ঢাকা: আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০১৬।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারটায় রাজধানীর রাওয়া (রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) কনভেনশন সেন্টার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাওয়ার চেয়ারম্যান মেজর মো. তানিম হাসান বলেন, আমরা শুধু প্রশাসন বিভাগের কাজ দেখার দক্ষতাই রাখি না, আমাদের আছে ভালো ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদসহ সব কাজের লোকজন। আমরা সব ধরনের কাজের জন্য দক্ষ। কিন্তু আমাদের অনেক কর্মকর্তাই অল্প বয়সে রিটায়ার্ড করে থাকেন। তারপর তারা দেশের বিভিন্ন খাতে কাজ করতে পারেন।  

ক্যারিয়ার ফেস্টিভ্যাল শুধু অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য খোলা থাকবে না, সর্বসাধারণের জন্যও।

বিডিজবস’র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী বলেন, আমরা আগেও এ ধরনের কাজ করেছি ক্যাম্পাসের ছাত্রদের জন্য। ৫০টির বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিভিন্ন চাকরির অফার নিয়ে ক্যারিয়ার ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণ করবেন।  

চাকরি প্রত্যাশীরা মেলায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের বায়োডাটা জমা দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।