ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

সাব ইন্সপেক্টর নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
সাব ইন্সপেক্টর নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। জেনে নিন পদটিতে আবেদনের বিস্তারিত-

পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নোক্ত যোগ্যতাসম্পন্ন হতে হবে-

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস
বয়স: ১ নভেম্বর ২০১৬ তারিখে সাধারণ এবং অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর।

শুধু মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানদের ক্ষেত্রে বয়সসসীমা ১৯ থেকে ৩২ বছর।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে।

পরীক্ষার সময়সূচী
আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত আট রেঞ্জের প্রাথমিক শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা রেঞ্জ বা বিভাগের পরীক্ষার স্থান- এপিবিএন পুলিশ লাইনস, উত্তরা, ঢাকা
চট্টগ্রাম রেঞ্জ বা বিভাগের পরীক্ষার স্থান- সিএমপি পুলিশ লাইনস, চট্টগ্রাম
ময়মনসিংহ রেঞ্জ বা বিভাগের পরীক্ষার স্থান- ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস, ময়মনসিংহ  
রাজশাহী রেঞ্জ বা বিভাগের পরীক্ষার স্থান- রাজশাহী জেলা পুলিশ লাইনস, রাজশাহী
রংপুর রেঞ্জ বা বিভাগের পরীক্ষার স্থান- রংপুর জেলা পুলিশ লাইনস, রংপুর
খুলনা রেঞ্জ বা বিভাগের পরীক্ষার স্থান- আরআরএফ পুলিশ লাইনস, খুলনা
বরিশাল রেঞ্জ বা বিভাগের পরীক্ষার স্থান- বরিশাল জেলা পুলিশ লাইনস, বরিশাল
সিলেট রেঞ্জ বা বিভাগের পরীক্ষার স্থান- সিলেট জেলা পুলিশ লাইনস, সিলেট।

প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন ফরম পূরণ করে ২৪ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে জমা দিতে হবে। পরবর্তীতে ২০১৭ সালের জানুয়ারীতে তিন ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।