প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেজ Ⅱ প্রজেক্টের (এনএটিপি-২) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৩৫জনকে নিয়োগ দেয়া হবে।
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বা বিএসসি ইন এনিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। অগ্রাধিকার পাবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্পে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন র্প্রার্থীরা।
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল-২০১৫ এর নবম গ্রেড অনুযায়ী ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা স্কেলে বেতন পাবেন।
আগ্রহী প্রার্থীরা প্রকল্পের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে 'পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেজ Ⅱ প্রজেক্ট (এনএটিপি-২): প্রাণিসম্পদ অঙ্গ, প্রাণিসম্পদ অধিদপ্তর, কক্ষ নং- ১০৬, প্রাণিপুষ্টি ভবন(নীচ তলার পূর্বপার্শ্ব), প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষিখামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫' ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারী ২০১৭।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...