স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ দেবে ঢাকা আহছানিয়া মিশন।
প্রশিক্ষণের বিষয়:
জানুয়ারি- জুন ২০১৭ সেশনে ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে।
ভর্তির যোগ্যতা:
কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হলেই প্রশিক্ষণে ভর্তির জন্য আবেদন করা যাবে। তবে দরিদ্র, সুবিধাবঞ্চিত ও স্কুল-কলেজ থেকে ড্রপ আউট ছেলে মেয়েদের অগ্রাধিকার দেয়া হবে।
খরচাপাতি:
প্রশিক্ষণ দেয়া হবে নামমাত্র মূল্যে। ভর্তি ফরম বাবদ ২০০ টাকা এবং ভর্তি ফি ৫০০ টাকাসহ মোট ৭০০ টাকা দিয়েই পুরো কোর্স করা যাবে। পাশাপাশি প্রশিক্ষণকালীন প্রতি মাসে বৃত্তি পাওয়া যাবে ৭০০ টাকা।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...