ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৪৯জন নিয়োগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৪৯জন নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি নিরাপত্তা সহকারী (সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট) পদে ৪৯জনকে ক্যাজুয়েল ভিত্তিক নিয়োগ দেবে।

যোগ্যতা
পদটিতে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যায় হতে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম বিভাগ/ শ্রেণী পেতে হবে, কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

কম্পিউটার চালনায় এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষ হতে হবে। থাকতে হবে বাংলা ও ইংরেজিতে অনর্গল কথা বলা এবং লেখার দক্ষতা। পুরুষ প্রার্থীদের কমপক্ষে ৫ ফুট ৬ইঞ্চি এবং এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৫ফুট ৪ইঞ্চি উচ্চতা থাকতে হবে। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

বেতন
নিয়োগপ্রাপ্তদের ৮৯ দিন ভিত্তিক ক্যাজুয়েল হিসেবে দৈনিক ৫৯৫ টাকা বেতন এবং আহার ভাতা বাবদ ১০০ টাকা দেয়া হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে যে কোন তফসিলী ব্যাংক হতে "বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড" এর অনুকূলে ২৫০ টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগপত্রসহ আবেদনপত্র আগামী ২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন..

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।