ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

চার ব্যাংকে নিয়োগ চলছে

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
চার ব্যাংকে নিয়োগ চলছে চার ব্যাংকে নিয়োগ চলছে

চলতি সপ্তাহে চারটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসুন জেনে নেয়া যাক ব্যাংকগুলোতে আবেদনের বিস্তারিত-

মধুমতি ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ:
প্রবেশনারি অফিসার পদে মেধাবী এবং উদ্যোমী ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিয়োগ দেবে মধুমতি ব্যাংক লিমিটেড। যেকোন পাবলিক বা স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, এমবিএম বা এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ পর্যন্ত। বিজ্ঞপ্তিতে দেখুন বিস্তারিত

প্রবেশনারি অফিসার নেবে স্যোশাল ইসলামী ব্যাংক:
বিআইবিএম থেকে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট বা এমবিএ বা অর্থনীতি, ইংরেজি, পরিসংখ্যান, গণিত, আইন, আন্তর্জাতিক সম্পর্ক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, এমআইএস বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীরা স্যোশাল ইসলামী ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৭। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

ইস্টার্ণ ব্যাংকে কর্মকর্তা নিয়োগ:
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ এরিয়া পদে কর্মকর্তা নিয়োগের জন্য অনলাইন জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড। সিজিপিএ ৪ স্কেলে কমপক্ষে ৩ সহ ইকোনোমিক্স/ বিজনেস স্টাডিজে স্নাতক ডিগ্রি অথবা বিবিএ/ এমবিএম ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। মাসিক ১৮ হাজার টাকা বেতন, বছরে দুইটি উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা দেয়া হবে। কাজের দক্ষতার ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে প্রমোশন লাভের সুযোগও রয়েছে। আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত দেখুন

ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ:
প্রবেশনারি অফিসার পদে কর্মকর্তা নেবে দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রথমবারের মতো সব ধর্ম ও বর্ণের পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদনের সুযোগ দিচ্ছে ব্যাংকটি। পদটিতে আবেদনের জন্য মাস্টার্স/ এমবিএ/ এমবিএম অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অর্থনীতি, ইংরেজি, গণিত, পরিসংখ্যান, আন্তর্জাতিক সম্পর্ক, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, রসায়ন, ফলিত রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যাংক ম্যানেজমেন্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদন করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত দেখুন
 

সেলস এক্সিকিউটিভ নেবে ইস্টার্ন ব্যাংক:
কার্ড ডিভিশনে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সদ্য স্নাতক পাস প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি। বিস্তারিত দেখুন

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।