ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

১৬টি কোম্পানিতে চাকরির সুযোগ নিয়ে ক্যারিয়ার মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
১৬টি কোম্পানিতে চাকরির সুযোগ নিয়ে ক্যারিয়ার মেলা মেলা পরিদর্শন করছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল-ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের ১৬টি কোম্পানিতে চাকরির সুযোগ নিয়ে দিনব্যাপী ক্যারিয়ার মেলা চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে।

শনিবার (৪ মার্চ) দুপুরে এ ক্যারিয়ার মেলার উদ্বোধন করেন বিইউবিটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মেলায় ১৬টি কোম্পানির স্টলে এক হাজারের মতো বায়োডাটা (সিভি) জমা পড়ে। কোম্পানিগুলোর প্রতিনিধিরা সেসব সিভি থেকে বাছাই করে যোগ্যতাসম্পন্ন মোট ৩০ জনকে চাকরির জন্য নির্বাচিত করেন।

মেলা পরিদর্শন শেষে মন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এটা অনেক বড় একটা সুযোগ, এমন একটা সুযোগ ছেলে-মেয়েদের সত্যিকারার্থে উপকারে আসবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, দিন দিন অর্থনীতির অন্য খাতগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। সুযোগ সৃষ্টি হচ্ছে আইসিটি খাতে, পুরো বিশ্বে এই খাতে মনোযোগ দিচ্ছে।

মেলার তত্ত্বাবধানে রয়েছেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসটি/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।