ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২৩ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২৩ জন নিয়োগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৫৫টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেনে নিন বিস্তারিত-

যেসব পদে নিয়োগ:
রেজিস্ট্রার পদে ১ জন, লাইব্রেরীয়ান ১ জন, আইটি ইঞ্জিনিয়ার ১ জন, কম্পিউটার প্রোগ্রামার/ ডাটাবেজ প্রোগ্রামার ১ জন, সহকারী রেজিস্ট্রার ২ জন, সহকারী কম্পিউটার প্রোগ্রামার/ সহকারী ডাটাবেজ প্রোগ্রামার ২ জন, সেকশন অফিসার ২ জন, মেকানিক্যাল সুপারভাইজার ১ জন, সিনিয়র এসিসট্যান্ট ২ জন, জুনিয়র এসিসট্যান্ট ১ জন, নেটওয়ার্ক টেকনিশিয়ান ২ জন, হার্ডওয়্যার টেকনিশিয়ান ২ জন, ডাটা এন্ট্রি অপারেটর ১ জন, সুপারভাইজার ১ জন, জুনিয়র একাউন্ট্যান্ট-কাম ক্যাশিয়ার ১ জন, ইমাম ২ জন, কম্পিউটার অপারেটর ১ জন, মেকানিক ২ জন, মোটর ড্রাইভার ৩ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান ৬ জন, এল.ডি.এ কাম টাইপিস্ট/কম্পিঃ অপারেটর ১৪ জন, একাউন্টস ক্লার্ক ১ জন, ওয়ার্ক এসিসট্যান্ট ২ জন, ইলেকট্রিশিয়ান ২ জন, ফিল্ড ল্যাবরেটরি টেকনিশিয়ান ১ জন, পাম্প ড্রাইভার ২ জন, ব্ল্যাকস্মিথ ১ জন, লাইনম্যান ২ জন, প্লাম্বার ৩ জন, কন্ডাক্টর ১ জন, স্পেসিম্যান কালেক্টর ১ জন, এম.এল.এস.এস ৭ জন, এম.এল.এস.এস (গার্ড) ১৭ জন, এটেনডেন্ট ৪ জন, ত্রালী ২ জন, সুইপার ৭ জন, ঝাড়ুদার ১ জন, অফিস সহায়ক ১ জন, স্কেভেজ্ঞার ১ জন, ল্যাবরেটরি বেয়ারার (এ.আই) ১ জন, গেইট কীপার ১ জন, শ্রমিক/এম.এল.এস.এস. (এনিম্যাল এটেনডেন্ট) ২ জন, এনিম্যাল এটেনডেন্ট ১ জন, স্পোর্টস বেয়ারার ১ জন, এম.এল.এস.এস. (টেলিফোন এটেনডেন্ট)  ১ জন, খাদেম ১ জন, বেইলম্যান ১ জন, হেলপার-টু-কার্পেন্টার ১ জন, হেলপার-টু-ইলেকট্রিশিয়ান ২ জন, ট্যাংক ক্লিনার ১ জন, পাম্প খালাসী ১ জন, হেলপার-টু-প্লাম্বার ১ জন, স্টোর খালাসী ১ জন, হেলপার-টু-লাইনম্যান ১ জন এবং ল্যাবরেটরি বেয়ারার পদে ১ জনসহ মোট ১২৩ জন নিয়োগ পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে 'রেজিস্ট্রার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ' ঠিকানায়।

আবেদন পৌঁছানোর শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭।

বিজ্ঞপ্তি দেখুন-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।