ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

এক্সিম ব্যাংকে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এক্সিম ব্যাংকে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)। কল সেন্টার/ এগ্রি ফিল্ড এবং ক্যাশ ডিপার্টমেন্টের জন্য ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে দেশের এ শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

যেকোন বিষয়ে মাস্টার্স বা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।

সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের সবোর্চ্চ ৩২ বছর। প্রার্থীর অবশ্যই কম্পিউটার ব্যবহারে পারদর্শীতা থাকতে হবে এবং দেশের যেকোন প্রান্তে কাজ করতে আগ্রহী হতে হবে।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের প্রবেশনারি অবস্থায় মাসিক ১৫,০০০/ টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে পদোন্নতি এবং মাসিক ১৮,৯০০/ টাকা বেতন দেয়া হবে।

প্রার্থীরা অনলাইনে career.eximbankbd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩০ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।