ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) সাত পদে ১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

ট্রেনিং এক্সিকিউটিভ (এয়ারফ্রেম/ ইঞ্জিন/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক এন্ড ইনস্ট্রুমেন্ট/ রেডিও রাডার/ পাওয়ার প্লান্ট স্পেশালিষ্ট/ এয়ারফ্রেম স্পেশালিষ্ট) পদে ৮ জন, ট্রেনিং এক্সিকিউটিভ (অপারেশন্স টেকনিক্যাল) পদে ১ জন, ট্রেনিং এক্সিকিউটিভ (প্যাসেঞ্জার/কার্গো সেলস) ৩ জন, ট্রেনিং এক্সিকিউটিভ (জেনারেল ম্যানেজমেন্ট) ১ জন, ট্রেনিং এক্সিকিউটিভ (গ্রাউন্ড সার্ভিস) ১ জন, ট্রেনিং এক্সিকিউটিভ (ল্যাংগুয়েজ) ১ জন এবং লাইব্রেরি অফিসার পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে।

ট্রেনিং এক্সিকিউটিভ পদগুলোতে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

লাইব্রেরী সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকলে লাইব্রেরি অফিসার পদে আবেদন করা যাবে। সব পদের প্রার্থীদের ইংরেজি এবং কম্পিউটারে পারদর্শীতা থাকতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

পদগুলোতে নিয়োগপ্রাপ্তরা ২৬,৫০০/- ৫৭,৯৫০/ টাকা বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট বা bbal.teletalk.com.bd লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।