উর্ধ্বতন কর্মকর্তা (প্রকৌশল-সিভিল) পদে নিয়োগ পাবেন ৩০ জন। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৭ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩ জন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১০ জনকে নেয়া হবে।
কর্মকর্তা (প্রকৌশল-সিভিল) পদে ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২ জন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২৩ জন নিয়োগ পাবেন। আবেদনের জন্য প্রার্থীর পুরকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
উর্ধ্বতন কর্মকর্তা পদে ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা এবং কর্মকর্তা পদে ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৯ মার্চ পর্যন্ত।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন..