লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮৬৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফট এবং বেলা ২টা থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীরা রোলওয়ারি নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী মৌখিক পরীক্ষার জন্য 'কক্ষ নং-৩৩০ (৩য় তলা), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সিজিএ ভবন, সেগুনবাগিচা, ঢাকা'য় উপস্থিত হতে হবে।
প্রার্থীরা লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সব সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি এবং এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...