আগামী ২৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রার্থী বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, শুধুমাত্র তারাই এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রায় এক লাখ ৩৪ হাজার ৬৫১ জন পরীক্ষার্থী এতে অংশ নেবেন।
প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে আধ ঘন্টা পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোডকারী যেসব প্রার্থীরা প্রবেশপত্র হারিয়ে ফেলেছেন, তারা http://erecruitment.bb.org.bd ওয়েবসাইট থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...