ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্যারিয়ার

বশেমুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
বশেমুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শিক্ষক পদ:
অধ্যাপক/ সহযোগী অধ্যাপক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে একজন, গণিত বিভাগে একজন, শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউটে দুইজন এবং অর্থনীতি বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে।

সহকারী অধ্যাপক/ প্রভাষক পদে সিএসই বিভাগে দুইজন, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগে দুইজন, ইইই বিভাগে দুইজন, গণিত একজন, অর্থনীতি একজন, ইংরেজি একজন, আইন একজন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং একজন এবং মনোবিজ্ঞান বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে।

কর্মকর্তা ও কর্মচারী পদ:
বিশ্ববিদ্যালয় প্রকৌশলী পদে একজন, পরিচালক (হিসাব) একজন, উপ-পরিচালক (হিসাব) একজন, উপ-পরিচালক (অডিট)/ সহকারী পরিচালক (অডিট) একজন, উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (মেকানিক্যাল) একজন, সহকারী ফটোগ্রাফার (ফটোগ্রাফারের বিপরীতে) একজন, ড্রাইভার দুইজন, মটর মেকানিক একজন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর একজন এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনকে নেওয়া হবে।

আবেদনের নিয়ম:
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানো যাবে শেষ তারিখ ১৩ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখুন-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।