প্রভাষক পদে অ্যাকাউন্টিং বিষয়ে দুইজন, ম্যানেজমেন্ট একজন, ফাইন্যান্স তিনজন, মার্কেটিং দুইজন, ইকনোমিক্স একজন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একজন, ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট একজন, আইন বিষয়ে দুইজন, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম দুইজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একজন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে একজনসহ মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতকসহ স্নাতকোত্তর অথবা তিন বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সিজিপিএ থাকতে হবে।
আগ্রহীদের আগামী ১৮ অক্টোবরের মধ্যে 'রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিরপুর, ঢাকা- ১২১৬' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...