ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্যারিয়ার

সেনাবাহিনীতে অসামরিক পদে ৬১৮ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
সেনাবাহিনীতে অসামরিক পদে ৬১৮ জন নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনে অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদের নাম:
ক) হিসাবরক্ষক : ১টি
খ) মালী : ২টি
গ) সহিষ : ১টি
ঘ) অফিস গুদামরক্ষক : ৪টি
ঙ) আরএ-২ : ১টি
চ) এইচএস-১ : ১টি
ছ) পেইন্টার : ৬টি
জ) বাবুর্চি (ইউ/মেস) : ৩৯টি
ঝ) ফটোগ্রাফার : ১টি
ঞ) অফিস করণিক : ২৯টি
ট) ইএন্ডবিআর : ৫টি
ঠ) সহকারী সুপারভাইজার : ৩টি
ড) উচ্চমান করণিক : ১টি
ঢ) ফ্যায়ারম্যান : ১৪টি
ণ) মেকানিক : ১টি
ত) পরিচ্ছন্নতা কর্মী : ১৬৬টি
থ) ক্যাটালগার : ১টি
দ) স্টোরম্যান : ১৭টি
ধ) মেশন : ১টি
ন) অটো ইলেকট্রিশিয়ান : ২টি
প) সুপারভাইজার : ১টি
ফ) মেসওয়েটার : ৪৫টি
ব) ব্লাকস্মিথ : ১টি
ভ) মেকানিক রেফ্রিজারেটর : ২টি
ম) সহকারী বাবুর্চি : ৮টি
য) ফায়ারক্রু : ১টি
র) ইনসেমিনেটর : ১টি
ল) পাম্প অপারেটর : ৩টি
শ) হেড মেকানিক : ১টি
ষ) গোয়ালা : ২৭টি
স) সার্চার : ১টি
হ) ল্যাবরেটরি এ্যাসিসটেন্ট : ১টি
ড়) ক্লাসিফায়ার : ১টি
ঢ়) মেশিনিষ্ট : ৩টি
য়) ভিএফএ : ৩টি
কক) মিল্ক ডেলিভারীম্যান : ১টি
খখ) ইলেকট্রিশিয়ান : ২টি
গগ) টেইলার : ১টি
ঘঘ) ওয়েল্ডার : ১টি
ঙঙ) ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট : ৩টি
চচ) ইউএসএম : ৫৮টি
ছছ) প্লান্ট অপারেটর : ১টি
জজ) নিরাপত্তা প্রহরী : ২০টি
ঝঝ) মিল্ক রেকর্ডার : ২টি
ঞঞ) ভিউয়ার : ১টি
টট) ট্রেসার : ১টি
ঠঠ) টিসিএম-৩ : ১টি
ডড) ওয়াসারম্যান/ধোপা : ৪টি
ঢঢ) ওয়ার্ডবয় : ৯১টি
ণণ) আয়া : ১টি
তত) ওএইচটি (এসএস-২) : ১টি
থথ) এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর : ২টি
দদ) অফিস সহায়ক/ বার্তাবাহক : ৪১টি
ধধ) রেফ্রিজারেটর মেকানিক (এইচএস-২) : ১টি
নন) মেশিনিষ্ট (এইচএস-১) : ১টি
পপ) ড্রাইভার (ট্রাক্টর/এমটি/সিএমডি) : ২৩টি
ফফ) ইলেক্ট এমভি (এইচএস-১) : ১টি
বব) বেঞ্চফিটার (এইচএস-২) : ১টি
ভভ) ফিটার এমভি (এইচএস-২) : ১টি
মম) ইলেক্ট এমভি (এইচএস-২) : ১টি
যয) ফার্ম লেবার (কাউ এ্যাটেনডেন্ট/ এ্যানিম্যাল এ্যাটেনডেন্ট/ কাল্টিভেশন/ পরিচ্ছন্নতা কর্মী/ সিক এ্যানিম্যাল এ্যাটেনডেন্ট/ বুলক কার্ট ড্রাইভার) : ১২টি

আবেদনের শেষ তারিখ: ৬ ফেব্রুয়ারি ২০১৯।

বিজ্ঞপ্তি:


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়।

বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।