১) বিসিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপ
পদ সংখ্যা: ২টি
বিষয়: রসায়ন/ফলিত রসায়ন/সয়েল সায়েন্স
মাসিক ভাতা: ৪৫,০০০/ টাকা। বিদেশি ফেলোর ক্ষেত্রে ৫০০ ইউএস ডলার।
২) ড. কুদরাত-ই-খুদা ডক্টরাল ফেলোশিপ
পদ সংখ্যা: ১টি
বিষয়: রসায়ন/ফলিত রসায়ন/উদ্ভিদবিদ্যা/সয়েল সায়েন্স
মাসিক ভাতা: ৩০,০০০/ টাকা
৩) প্রফেসর মফিজ উদ্দিন স্মৃতি ফেলোশিপ
পদ সংখ্যা: ২টি
বিষয়: প্রাণ রসায়ন/ফার্মেসি
মাসিক ভাতা: ২৫,০০০/ টাকা
৪) ড. আব্দুল্লাহ আল-মুতি শরফউদ্দিন স্মৃতি ফেলোশিপ
পদ সংখ্যা: ২টি
বিষয়: রসায়ন/মেটারিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং
মাসিক ভাতা: ২৫,০০০/ টাকা
আবেদনপত্রের নির্ধারিত ফরম বিসিএসআইআর সচিবালয় হতে অথবা বিসিএসআইআর-এর ওয়েবসাইট www.bcsir.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...