ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ বিমানে চার লাখ টাকা বেতনে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০২১
বাংলাদেশ বিমানে চার লাখ টাকা বেতনে চাকরির সুযোগ

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ছয়জন ক্যাপ্টেন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ড্যাশ এইট কিউ ৪০০ বিমানের জন্য চুক্তিভিত্তিক ক্যাপ্টেন নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২ জুন থেকে। ১৬ জুনের মধ্য আগ্রহীদের আবেদন করতে হবে। পূর্ণকালীন (চুক্তিভিত্তিক) এ নিয়োগে বেতন ধরা হয়েছে চার লাখ টাকা।  

আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সসীমা ৫৭ বছর। ড্যাশ এইট কিউ ৪০০ মডেলের বিমানে কমপক্ষে ২০০ ঘণ্টা বিমান চালনায় অথবা সমমানের যেকোনো বিমানে ২৫০ ঘণ্টা বিমান চালনার অভিজ্ঞতা থাকতে হবে। এটিপিএল ও ক্লাস ওয়ান মেডিক্যাল ফিটনেস থাকতে হবে। সব মিলিয়ে ২০০০ ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

সিভির সঙ্গে পাঁচ কপি রঙিন ছবি ও মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।