ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্যারিয়ার

বিকেএসপিতে কোচ নিয়োগে বিজ্ঞপ্তি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
বিকেএসপিতে কোচ নিয়োগে বিজ্ঞপ্তি 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিকেএসপির অধীন ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান’ কর্মসূচিতে অস্থায়ী ভিত্তিতে সাতজন কোচ নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: কোচ

পদসংখ্যা: ৭ জন (আর্চারি ১, হকি ১, কারাতে ১, টেবিল টেনিস ১, স্কোয়াশ ১, বক্সিং ১ ও উশু ১)।

যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তবে জাতীয় দলের সাবেক বা বর্তমান খেলোয়াড়, জাতীয় দলের প্রশিক্ষক, কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত, কোচ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত হলে ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন হবে না।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
বেতন: ৩৫,০০০ টাকা

যেভাবে আবেদন
বিকেএসপির নির্ধারিত ফরমে নিজ হাতে আবেদন ফরম পূরণ করতে হবে। সাম্প্রতিক সময়ে তোলা তিন কপি ছবিসহ ডাকযোগে বা অফিসে রাখা বক্সে আবেদনপত্র পাঠাতে হবে। ২০০ টাকার পে–অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানি, আশুলিয়া, সাভার, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২১

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।