ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সহকারী অধ্যাপক ও প্রভাষক নেওয়া হবে।
পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ১
যোগ্যতা: গণিত/ ফলিত গণিত বিষয়ে চার বছর মেয়াদি অনার্স ও ফলিত গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় কমপক্ষে প্রথম শ্রেণি বা সিজিপিএ–৪.০০–এর মধ্যে ৩.৫০ অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ–৫.০০–এর মধ্যে ৪.২৫ থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদান, গবেষণার অভিজ্ঞতাসহ তিনটি প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
পদসংখ্যা: স্থায়ী ১ ও অস্থায়ী ১
যোগ্যতা: গণিত/ ফলিত গণিত বিষয়ে চার বছর মেয়াদি অনার্স ও ফলিত গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় কমপক্ষে প্রথম শ্রেণি বা সিজিপিএ–৪.০০–এর মধ্যে ৩.৫০। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ–৫.০০–এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যেভাবে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডারসহ আট কপি আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রশংসাপত্র, মার্কসিট ও অভিজ্ঞতার সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১