ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্যারিয়ার

শিক্ষক নেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
শিক্ষক নেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ৫ বিভাগে ১০ জন সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। কোনো ধরনের লিখিত বা মৌখিক তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

১. বিভাগের নাম: ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ
পদের নাম ও পদসংখ্যা: সহযোগী অধ্যাপক (স্থায়ী একজন) ও প্রভাষক (স্থায়ী একজন)

২. বিভাগের নাম: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
পদের নাম ও পদসংখ্যা: সহযোগী অধ্যাপক (স্থায়ী দুজন) ও সহকারী অধ্যাপক (স্থায়ী একজন)

৩. বিভাগের নাম: ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
পদের নাম ও পদসংখ্যা: সহযোগী অধ্যাপক (স্থায়ী একজন)

৪. বিভাগের নাম: জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
পদের নাম ও পদসংখ্যা: সহযোগী অধ্যাপক (স্থায়ী দুজন)

৫. বিভাগের নাম: ইংরেজি বিভাগ
পদের নাম ও পদসংখ্যা: প্রভাষক (স্থায়ী একজন)

বেতন স্কেল
•    সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০ (গ্রেড-৪)
•    সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ (গ্রেড-৬)
•    প্রভাষক: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

আবেদন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদনের জন্য নির্ধারিত ফরম পাওয়া যাবে। সহযোগী অধ্যাপক পদের জন্য ১২ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭ সেট আবেদন ফরম জমা দিতে হবে। প্রতি সেট আবেদন ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।

আবেদন ফি
আবেদন ফরমের সঙ্গে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়, রংপুর-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার করে রশিদ সংযুক্ত করতে হবে।

শর্ত
কোনো ধরনের লিখিত বা মৌখিক তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগ পাওয়ার পর কোনো অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে চাকরির যেকোনো পর্যায়ে চাকরিচ্যুতি করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩ মার্চ ২০২২।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।