ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি অধ্যক্ষ নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।

পদের নাম: অধ্যক্ষ।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান অথবা বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি বা সমমান থাকতে হবে। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা, বয়স ও বেতন স্কেল: বিধি মোতাবেক

যেভাবে আবেদন: আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, আবেদনপত্রের সঙ্গে সব সনদের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি জমা দিতে হবে সভাপতি, গভর্নিং বডি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

আবেদন ফি: সব প্রার্থীকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-১০০০–এর অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ মার্চ।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ : ২০ মার্চ,২০২২

নিয়োগ পরীক্ষা: ২৬ মার্চ সকাল ১০টায় লিখিত পরীক্ষা নেওয়া হবে। ওই দিন বিকাল ৪টায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।