ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশে লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
বাংলাদেশে লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (প্রটোকল অ্যান্ড ট্রাভেল)। পদসংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।  

এছাড়া সাচিবিক কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  

বাংলাদেশের গণস্বাস্থ্য বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে চাকরির ধরন চুক্তিভিত্তিক। প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তিভিত্তিক হবে। পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।  
চূড়ান্ত নিয়োগের পর কর্মস্থল হবে ঢাকা।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার ৬১৭ টাকা (বার্ষিক ১৫ লাখ ৬৭ হাজার ৪০৮ টাকা)। এ ছাড়া ইনস্যুরেন্স ও সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ১২ এপ্রিল, ২০২২

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।