ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

এনজিওতে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এনজিওতে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে টেরে ডেস হোমস ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি তাদের কোড অব কন্ডাক্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র এথিকস অফিসার (কোড অব কন্ডাক্ট)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : আইন, বিজনেস, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি বা সমমান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

মানবিক সংশ্লিষ্ট কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে এথিকস অফিসার হিসেবেই ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মানব পাচার রোধ, লিঙ্গ বৈষম্যমূলক অপরাধ ও শিশু অধিকার সুরক্ষায় জরুরি অবস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীর মধ্যে হিউম্যানেটেরিয়ান প্রজেক্ট ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে।

যথাযথ পদ্ধতি অনুসারে প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা থাকতে হবে। উন্নয়ন মূলক ট্রেনিং মডিউল ও টুলস সম্পর্কে ধারণা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে কেস ম্যানেজমেন্ট বা ইনভেস্টিগেশন, বিশেষ করে এথিকস সংক্রান্ত অপরাধ নিয়ে ইনভেস্টিগেশনে দক্ষ হতে হবে।

কমিউনিটি ভিত্তিক সংগঠন, ন্যাশনাল এনজিও বা সরকারি বিভিন্ন সংস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা বা কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইটি সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজে পারদর্শী হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি ও কভার লেটার পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।  

বিস্তারিত জানতে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৭ মে, ২০২২

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।