ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্যারিয়ার

বিআরটিসিতে চাকরির সুযোগ, বেতন ২২০০০

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জুন ৭, ২০২২
বিআরটিসিতে চাকরির সুযোগ, বেতন ২২০০০

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সম্প্রতি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে ১০টি ক্যাটাগরিতে ৯৩ জন লোক নেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্রয় কর্মকর্তা। পদ সংখ্যা: একটি। যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রয় আইন ও নিয়ম সম্পর্কে পর্যাপ্তভাবে ওয়াকিবহাল হতে হবে। বিশেষ যোগ্যতার ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: জনসংযোগ কর্মকর্তা। পদ সংখ্যা: একটি। যোগ্যতা: সাংবাদিকতায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সাধারণত জনসংযোগ কর্মকর্তা প্রতিষ্ঠান কর্তৃক যেসব প্রকাশনা প্রদর্শনী ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেগুলো পরিকল্পনা, তত্ত্বাবধান করার ক্ষমতাসহ জনসংযোগ প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য খবর ও ফিচার তৈরির ক্ষমতা থাকতে হবে। প্রুফ পাঠ তত্ত্বাবধান করা ও নকশা প্রস্তুত করা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা। পদ সংখ্যা: চারটি। যোগ্যতা: স্নাতক ডিগ্রি। প্রশাসনে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ শ্রম ব্যবস্থাপনার ক্ষমতা। শ্রম আইন সম্পর্কে সম্যক জানাশোনা থাকতে হবে। বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল/বৈদ্যুতিক)। পদ সংখ্যা: দুটি। যোগ্যতা: সিভিল/বৈদ্যুতিক কর্ম তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ সিভিল/বৈদ্যুতিক প্রকৌশলে সনদ থাকতে হবে। বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)

পদের নাম: সাঁটলিপিকার। পদ সংখ্যা: একটি। যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। বাণিজ্যিক উপাধিপত্র অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজি ও বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৫০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: ইলেকট্রিশিয়ান (নির্মাণ)। পদ সংখ্যা: দুটি। যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রসহ কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: প্রাক্কলনিক/এস্টিমেটর (সিভিল)। পদ সংখ্যা: একটি। যোগ্যতা: সিভিল নির্মাণকাজ তত্ত্বাবধান ও প্রাক্কলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসহ প্রকৌশল (সিভিল) সনদধারী। বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: সহকারী নকশাকারী/ড্রাফটসম্যান। পদ সংখ্যা: একটি। যোগ্যতা: এসএসসি পাস ও সিভিল নকশাবিদ্যায় উপাধিপত্রসহ সিভিল অঙ্কনে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: আমিন। পদ সংখ্যা: একটি। যোগ্যতা: এসএসসি পাস। কোনো প্রতিষ্ঠান থেকে সার্ভে কোর্স সমাপ্তকরণ সনদপত্রসহ কোনো প্রকল্পে জরিপ কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: বিল সহকারী। পদ সংখ্যা: দুটি। যোগ্যতা: বাণিজ্যে উচ্চমাধ্যমিক পাস। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: টেলিফোন অপারেটর। পদ সংখ্যা: দুটি। যোগ্যতা: এসএসসি পাস। পিএবিএক্স পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: স্টোরম্যান। পদ সংখ্যা: ৩৭। যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটরযান কোর্সের সনদধারী। বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: পিওএল অ্যাটেনডেন্ট (পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিকেন্ট)। পদ সংখ্যা: ২৮। যোগ্যতা: এসএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী। পদ সংখ্যা: ১০। যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ২০২২ সালের ১৯ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহীরা http://brtc.teletalk.com.bd/ এ লিংকে আবেদন করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৫ থেকে ১৪ নম্বর পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ জুন ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুন ০৭, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।