ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্যারিয়ার

মার্কিন সংস্থায় ঢাকায় চাকরি, বছরে অর্ধকোটির বেশি বেতন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুন ২০, ২০২২
মার্কিন সংস্থায় ঢাকায় চাকরি, বছরে অর্ধকোটির বেশি বেতন


ঢাকা: বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস।  

সংস্থাটি বাংলাদেশে ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডেপুটি কান্ট্রি ডিরেক্টর
পদসংখ্যা: ১

যোগ্যতা: প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থার প্রজেক্টে বিশেষ করে পাবলিক হেলথ প্রোগ্রামে সিনিয়র ম্যানেজমেন্ট অফিশিয়াল হিসেবে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রেজেন্টেশন ও যোগাযোগে দক্ষ হতে হবে। বিদেশি সংস্থায় স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকার পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন: বছরে ৫২ লাখ ২০ হাজার ২০ টাকা (মাসিক বেতন ৪ লাখ ৩৫ হাজার টাকা প্রায়)

সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচ্যুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্য সুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি অনলাইনে পাঠাতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে apply online-এ ক্লিক করে সিভি পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২২।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, জুন ২০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।