ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্যারিয়ার

আকিজ গ্রুপে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
আকিজ গ্রুপে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অধীনে আকিজ মোটরস। প্রতিষ্ঠানটি তাদের সেলস ও রিকোভারি বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা: ৫০টি। আবেদন যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। তবে  বিশেষ করে অটোমোবাইল, মেকানিক্যাল ও পাওয়ার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অভিজ্ঞতা থাকার আবশ্যিকতা নেই। ফলে অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। স্মার্টফোন থাকতে হবে। মটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বৈধ ড্রাইভং লাইসেন্স থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ ‍সুবিধা: মাসিক বেতন ১৪০০০ হাজার টাকা। এছাড়াও টিএ/ ডিএ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট, ২০২২

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।