ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ক্যারিয়ার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, অক্টোবর ৩০, ২০২২
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার।  
পদের সংখ্যা : নির্ধারিত না।  
আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান বিষয়ে পাস করতে হবে।  

পদ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রার্থীর বয়সসীমা ২৪-৩২ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীরা শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন।

এফএমসিজি সেলস বা অন্যান্য প্রোডাক্ট সেলসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া চটপটে, উপস্থাপনায় দক্ষতা ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে। সরাসরি উপস্থিত হতে হবে আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাড়ি: ৪/বি (২য় তলা), রোড: ৯৪, গুলশান- ২, ঢাকা- ১২১২- এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২৬ নভেম্বর, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২২০০০-২৬০০০ টাকা।

এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বাংলাদেশ সময় ০৮১০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।