ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার।  
পদের সংখ্যা : নির্ধারিত না।  
আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান বিষয়ে পাস করতে হবে।  

পদ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রার্থীর বয়সসীমা ২৪-৩২ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীরা শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন।

এফএমসিজি সেলস বা অন্যান্য প্রোডাক্ট সেলসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া চটপটে, উপস্থাপনায় দক্ষতা ও মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হবে। সরাসরি উপস্থিত হতে হবে আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাড়ি: ৪/বি (২য় তলা), রোড: ৯৪, গুলশান- ২, ঢাকা- ১২১২- এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২৬ নভেম্বর, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২২০০০-২৬০০০ টাকা।

এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বাংলাদেশ সময় ০৮১০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।