ঢাকা: ২১ জুন বৃহস্পতিবার পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক সম্প্রচারে আসছে দেশের চতুর্থ সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টিভি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের হল অব ফেইমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভযাত্রা শুরু করবে চ্যানেলটি।
‘সংবাদ নয় সংযোগ’ স্লোগান নিয়ে কাজ শুরু করছে ২৪ ঘন্টা সংবাদভিত্তিক এ চ্যানেল।
অনুষ্ঠান শুরুর প্রথম দিন ‘জাতীয় নির্বাচনে কেমন সরকার চাই : দলীয় না সর্বদলীয়’ শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করবে চ্যানেলটি।
এরই মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাংবাদিক মোজাম্মেল বাবু। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন সামিয়া জামান। বার্তা পরিচালকের দায়িত্বে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা। হেড অব ইনপুট ও হেড অব আউটপুট হিসেবে দায়িত্বে রয়েছেন যথাক্রমে ইকরাম কবীর এবং শাকিল আহমেদ।
প্রধান বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন বায়েজিদ মিল্কি। চ্যানেলটির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে রয়েছেন নূর সাফা জুলহাস। প্রযোজনা প্রধান রেজাউর রহমান।
বিশ্বের নামি-দামি সংবাদভিত্তিক টিভি চ্যানেলগুলোর ব্যবহৃত হালফির প্রযুক্তির ব্যবহার দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে একাত্তর।
বাংলাদেশ সময় : ২০১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১২
এনএম/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর