ঢাকা: ফরাশগঞ্জের কোচ কামাল আহমেদ বাবুকে ফুটবল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে খেলায় রেফারির নির্দেশ অনুসরণ না করে উল্টো প্রতিবাদ করেছিলেন।
একপর্যায়ে কামাল বাবুকে ‘টেকনিক্যাল এরিয়া’ থেকে বহিষ্কারও করেন রেফারি। কিন্তু ফরাশগঞ্জের কোচ রেফারির নির্দেশ অমান্য করে টেকনিক্যাল এরিয়া ছেড়ে যেতে অসম্মতি জানান। শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য কোচ বাবুকে ছয় মাসের জন্য ফুটবলের সব ধরণের কার্যক্রমে নিষিদ্ধ করে বাফুফে শৃঙ্খলা কমিটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১০ জুলাই থেকে কামাল বাবুর শাস্তি কার্যকর হবে। ২০১৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত তাকে কোচের ভূমিকায় দেখা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানায়, লিগের বিভিন্ন খেলায় ফরাশগঞ্জ এসসির একাধিক কর্মকর্তা এবং প্রশিক্ষক নানাবিধ শৃঙ্খলা বহির্ভুত কার্যকলাপে লিপ্ত হওয়ায় শৃঙ্খলা কমিটি ক্লাবকে ২৫, ০০০ টাকা জরিমানা করে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।