ঢালিউডের এই সংকটকালে সময়ে প্রযোজকরা যখন বিগবাজেটের ছবি নির্মাণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, ঠিক তখন কোটি টাকা বাজেট নিয়ে চলচ্চিত্র নির্মাণে এগিয়ে এসেছেন প্রযোজক ও নায়ক এমএ জলিল অনন্ত।
২০১০ সালের এপ্রিলে ‘খোঁজ-দ্যা সার্চ’ ছবিটির মাধ্যমে তিনি চলচ্চিত্র প্রযোজনার খাতা খুলেন।
এরপর অনন্তের তৃতীয় ছবি ‘দ্যা স্পীড’ ১১ মে এবং গত ঈদে মুক্তি পায় ‘মোস্ট ওয়েলকাম’ ।
ছবিগুলোতে সফলতার পর এবার অ্যাকশন হিরো অনন্ত কাজ করছেন তার নিজের পরিচালনায় ‘নিঃস্বার্থ ভালোবাসা’ নামক নতুন ছবিতে।
প্রথমে বাংলাদেশের এবং থাইল্যান্ডের বিভিন্ন মনোরম সুন্দর লোকেশনে শ্যুটিং এর কাজ সম্পন্ন করেন । পরে নায়ক অনন্ত দেশের বাইরে থেকে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবির শ্যুটিং করেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ।
‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও পরিচালনায় এম, এ, জলিল অনন্ত । চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ । আর চিত্রগ্রহন মাহফুজুর রহমান খান (বাংলাদেশ), এডুইন (চেন্নাই), তাইগু (চেন্নাই)।
ছবিটির গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, জাহিদ আকবর ও এম, এ, জলিল অনন্ত। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, শওকত আলী ইমন ।
আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী কৈলাশ খের (মুম্বাই), শান (মুম্বাই), বোম্বে ভাইকিংস (চেন্নাই), কিশোর, ন্যান্সি, এস, আই, টুটুল, সামিনা চৌধুরী ।
‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন– অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, ডন, কাবিলা, সুচরিতা, নায়ক রাজ রাজ্জাক সহ আরও অনেকে ।
প্রযোজনা সংস্থা থেকে জানা গেছে, ছবিটির গান ও বিভিন্ন দৃশ্য খুব মনোরম লোকেশনে ধারণ করা হয়েছে। আর আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ১৩,২০১২
এমকে